ঢাবির জন্য ‘বিশেষ মর্যাদা’ চাইলেন শিক্ষকরা
বাংলাদেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি ও শিক্ষা খাতসহ নানা ক্ষেত্রে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবি জানিয়েছেন এর শিক্ষকরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এই দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।