বাংলাদেশের নানা ক্ষেত্রে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষকরা। রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এই দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ৮৩টি বিভাগ এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছে। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, এত বড় ভূমিকা রাখার পরও এই বিশ্ববিদ্যালয়ের কোনো বিশেষ মর্যাদা নেই। অথচ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার নজির রয়েছে। আমরা চাই, সরকার এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান করবে।’