অন্তর্বর্তী সরকারকে একচোট নিলেন এনসিপির সামান্তা শারমিন
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেজায় চোট লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কাজ করেনি। আমাদেরকে নতুন করে সরকার বানাতে হবে, জনগণের সরকার বানাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেসব কাজ ঠিকমতো করছে না, আমাদেরকে নজরে রাখা দরকার। ভোলায় ৫৭ জন শহীদ পরিবার আছে তাদের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয়নি। শহীদ পরিবার ও আহতদের দেখভালের জন্য জুলাই ফাউন্ডেশন কোনো কাজ করেনি বলে অভিযোগ করেন তিনি।