জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কাজ করেনি। আমাদেরকে নতুন করে সরকার বানাতে হবে, জনগণের সরকার বানাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেসব কাজ ঠিকমতো করছে না, আমাদেরকে নজরে রাখা দরকার। ভোলায় ৫৭ জন শহীদ পরিবার আছে তাদের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয়নি। শহীদ পরিবার ও আহতদের দেখভালের জন্য জুলাই ফাউন্ডেশন কোনো কাজ করেনি। সামান্তা বলেন, সুকর্ণা আক্তার ইপ্সিতার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা তার দলের নেতাদের মনেও যথাযথ দুঃখ সৃষ্টি করেনি। ভোলাকে আমরা ধর্ষক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আস্তানা হতে দেবো না। আপনারা এমন সংগ্রাম গড়ে তুলবেন, যেটা ৩-৫ তারিখ গড়ে তুলেছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কাজ করেনি। আমাদেরকে নতুন করে সরকার বানাতে হবে, জনগণের সরকার বানাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে: সামান্তা