ভারত বাংলাদেশের সাহায্য ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ভারতের সুর এবার নরম হচ্ছে। আগরতলায় এক সংবাদ সম্মেলনে তা ফুটিয়ে তুলেছেন দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) আগরতলায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ভারত ও বাংলাদেশ কেউই কারও সাহায্য ছাড়া চলতে পারবে না। আমরা ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছি এবং মৈত্রী সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগও স্থাপিত হয়েছে। তিনি জানান, সবকিছু প্রস্তুত, তবে সাম্প্রতিক কিছু সমস্যার কারণে কার্যক্রম শুরু করা যায়নি। আমি নিশ্চিত, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব প্রকল্প কার্যকর হবে। কারণ, বাংলাদেশও ভারতের সহায়তা ছাড়া চলতে পারে না।