ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বীকার করেছেন যে ভারত ও বাংলাদেশ একে অপরের ওপর নির্ভরশীল। আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি মৈত্রী সেতু ও আগরতলা-আখাউড়া রেল সংযোগসহ বেশ কয়েকটি স্থগিত প্রকল্পের কথা উল্লেখ করেন। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশের কনস্যুলার কার্যালয়ে হামলার ফলে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। তবে, সাহা আশাবাদী যে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব প্রকল্প বাস্তবায়ন হবে, কারণ বাংলাদেশও ভারতের সহায়তা ছাড়া চলতে পারবে না।