গাজনার বিলে ধান ও মাছের উৎপাদন বাড়াতে খুলে দেয়া হলো স্লুইস গেট
পাবনার সুজানগর উপজেলায় গাজনার বিলে একসময় সারা বছরই বিলে পানি থাকত। এখন বিলের নাব্যতা কমে যাওয়ায় বছরের ছয় মাস পানি থাকে, বাকি ছয় মাস শুকনা থাকে। সরকারি ও ব্যক্তিমালিকানা মিলে প্রায় ছয় হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে বিলটি। ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল আবাদ হয় বিলে। দেশীয় মাছেরও বিচরণ ক্ষেত্র এটি। বোনা আমন ও মাছের উৎপাদন বাড়াতে সম্প্রতি খুলে দেয়া হয়েছে তালিমনগর স্লুইস গেট।