Web Analytics

পাবনার সুজানগরের গাজনার বিলে ধান ও মাছের উৎপাদন বাড়াতে তালিমনগর স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। পানির স্বল্পতায় বোনা আমন ধান ও দেশীয় মাছ সংকটে পড়ছিল। যমুনা ও পদ্মা নদীর নতুন পানি প্রবেশ করায় ফসল ও মাছ বেড়ে উঠছে। ২,৭০০ হেক্টরের বেশি জমিতে ধানের আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ৪,৩৭৭ টন। কৃষি কর্মকর্তারা জানান, পানিতে ধানের ক্ষতি নয় বরং ফলন বাড়বে। কৃষকেরাও পদক্ষেপটি স্বাগত জানিয়েছেন এবং ভালো ফলনের জন্য এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

12 Jul 25 1NOJOR.COM

গাজনার বিলে ধান ও মাছের উৎপাদন বাড়াতে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে

নিউজ সোর্স

গাজনার বিলে ধান ও মাছের উৎপাদন বাড়াতে খুলে দেয়া হলো স্লুইস গেট

পাবনার সুজানগর উপজেলায় গাজনার বিলে একসময় সারা বছরই বিলে পানি থাকত। এখন বিলের নাব্যতা কমে যাওয়ায় বছরের ছয় মাস পানি থাকে, বাকি ছয় মাস শুকনা থাকে। সরকারি ও ব্যক্তিমালিকানা মিলে প্রায় ছয় হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে বিলটি। ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল আবাদ হয় বিলে। দেশীয় মাছেরও বিচরণ ক্ষেত্র এটি। বোনা আমন ও মাছের উৎপাদন বাড়াতে সম্প্রতি খুলে দেয়া হয়েছে তালিমনগর স্লুইস গেট।