পাবনার সুজানগরের গাজনার বিলে ধান ও মাছের উৎপাদন বাড়াতে তালিমনগর স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। পানির স্বল্পতায় বোনা আমন ধান ও দেশীয় মাছ সংকটে পড়ছিল। যমুনা ও পদ্মা নদীর নতুন পানি প্রবেশ করায় ফসল ও মাছ বেড়ে উঠছে। ২,৭০০ হেক্টরের বেশি জমিতে ধানের আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ৪,৩৭৭ টন। কৃষি কর্মকর্তারা জানান, পানিতে ধানের ক্ষতি নয় বরং ফলন বাড়বে। কৃষকেরাও পদক্ষেপটি স্বাগত জানিয়েছেন এবং ভালো ফলনের জন্য এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
গাজনার বিলে ধান ও মাছের উৎপাদন বাড়াতে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে