১০ শিল্পগোষ্ঠীর ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ : আন্তঃসংস্থা টাস্কফোর্স
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর প্রায় ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করেছেন আদালত। এছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা তাদের প্রায় চার হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে ও ৮৪ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্সের সভায় এসব তথ্য জানানো হয়।