Web Analytics

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর প্রায় ১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করেছেন আদালত। এছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা প্রায় চার হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে ও ৮৪ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স। এর প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। যে ১০ শিল্পগোষ্ঠী নিয়ে তদন্ত চলছে, সেগুলো হলো-এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, সিকদার গ্রুপ ও আরামিটসহ আরেকটি গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধানদের ব্যক্তিগত আর্থিক বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। তাদের অনেকেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। অর্থ উদ্ধারে টাস্কফোর্স দ্রুত কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!