সার্কফাইন্যান্স গভর্নরদের গ্রুপ বৈঠকে গভর্নর : প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক হিসাব থাকতে হবে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের অর্থনীতির প্রতিটি ছোট ছোট কোনায় নজর দিতে হবে। অর্থনৈতিক অভিগম্যতা নিশ্চিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সামনে আরো চ্যালেঞ্জ আসবে। আমাদের সব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য কোনো জাদুকরী যন্ত্র নেই। এ সময় অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহারে নানা রকম উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রত্যেক স্কুল শিক্ষার্থীর একটি ব্যাংক হিসাব থাকতে হবে। যাতে ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে।’