ঢাকায় অনুষ্ঠিত ৪৭তম সার্কফাইন্যান্স গভর্নরদের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, প্রতিটি স্কুল শিক্ষার্থীর একটি ব্যাংক হিসাব থাকা উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনীতিতে সম্পৃক্ত করতে প্রাথমিক পর্যায়ে আর্থিক জ্ঞান জরুরি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মতভেদ সত্ত্বেও সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নীতিগত আলোচনা ও যৌথ গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রত্যেক স্কুল শিক্ষার্থীর ব্যাংক হিসাব থাকতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর