নথি পুড়েছে দাবি রাষ্ট্রপক্ষের, পুলিশ বলছে ‘সঠিক নয়’
গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি আগুনে পুড়ে গেছে বলে আজ সকালে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই কথা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনেরও (পিবিআই)।