ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি আগুনে পুড়ে গেছে বলে আজ সকালে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু পুড়ে যাওয়ার তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ডিএমপি, একই কথা বলছে পিবিআই। ডিবির অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া সময়সাপেক্ষ। এজন্য ছয় মাস সময় মঞ্জুর হয়েছে। এআইজি তালেবুর রহমান বলেন, এ নিয়ে কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার নিউজ করছেন, যা সঠিক নয়।
রাষ্ট্রপক্ষ বলছে সাগর-রুনি মামলার নথি পুড়েছে, পুলিশ বলছে পুড়েনি, অধিকাংশ অফিসার বদলী হওয়ায় খুঁজে পাওয়া সময়সাপেক্ষ