পানামা খালে পানির অভাবের মধ্যে মেক্সিকোর ইসথমাস অব তেহুয়ানতেপেক সংলগ্ন রেল করিডরকে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পণ্যের দ্রুত পরিবহনের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার হুন্দাই রুট ব্যবহার করেছে, আর বড় মার্কিন অটোমেকারও আগ্রহ প্রকাশ করেছে। সরকার বন্দর ও রেল লাইনের সম্প্রসারণে ৫৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই রুট ব্যবহার করলে যুক্তরাষ্ট্রে পৌঁছার সময় পানামা বা কানাডার রুটের তুলনায় অনেক কম হয়, যা দক্ষিণ মেক্সিকোর লজিস্টিক সম্ভাবনাকে বাড়াচ্ছে।