Web Analytics

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন যুবলীগ নেতা আশিকুর রহমান (৩০)। ৭ এপ্রিল আগুনে দগ্ধ হয়ে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Card image

নিউজ সোর্স

RTV 10 Apr 25

শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মো. আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।