নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন যুবলীগ নেতা আশিকুর রহমান (৩০)। ৭ এপ্রিল আগুনে দগ্ধ হয়ে তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।