রস ছাড়াই তৈরি করা হচ্ছে গুড়!
কোনো ধরনের রস ছাড়া তৈরি করা হচ্ছে ‘খাটি গুড়’। কেমিক্যাল, কাপড়ে দেওয়া রঙ, আটা ও চিনি দিয়ে তৈরি হচ্ছে আখ ও খেজুরের গুড়। এসব গুড় রাজশাহী, নাটোর, পাবনার বিভিন্ন মোকামের মাধ্যমে যাচ্ছে সারা দেশে। এমনই এক কারখানার সন্ধান মিলেছে রাজশাহীর বাঘা উপজেলায়।
বুধব