রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় র্যাবের অভিযানে আখ বা খেজুরের রস ছাড়াই তৈরি ভেজাল গুড়ের কারখানা ধরা পড়ে। বুধবার সকালে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চিনি ও ভেজাল গুড় জব্দ করা হয়। রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন কারখানার মালিক লাকি ও সান্টুকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। তদন্তে দেখা যায়, এসব গুড় তৈরি করা হয় চিনি, আটা, কাপড়ে দেওয়া রঙ, হাইড্রোজ, গ্যাস পাউডার ও চুন মিশিয়ে। পরে এসব গুড় রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন বাজারে বিক্রি করা হতো। র্যাব জানায়, প্রায় এক টন ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সতর্ক করে বলেন, এসব রাসায়নিক উপাদান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ক্যানসারসহ নানা জটিলতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।