Web Analytics

বিএনপি নেতা আবদুস সালাম বলেছেন, মানুষ মনে করে বিএনপি হলো সৎ। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে। আমাদের দু-একটা ছিটেফোঁটা থাকতে পারে; কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের অনেকেই জানেন, তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে। কাদের টেলিফোন ধরেন না, বুঝে নিয়েন। আরো বলেন, বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। যে হাসিনা মাঝেমধ্যে বলে টুপ করে আইসা পড়বে। সে নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণেই বলি, ড. ইউনূস, আপনাকে এই ষড়যন্ত্রকে থামাতে হবে। নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া ষড়যন্ত্র থামানোর কোনো বিকল্প নেই।

20 Jun 25 1NOJOR.COM

মানুষ মনে করে বিএনপি হলো সৎ। বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে ১ নম্বর। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে: আবদুস সালাম

নিউজ সোর্স

সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে: আবদুস সালাম

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, মানুষ মনে করে বিএনপি হলো সৎ। বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে ১ নম্বর। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে। এখন অন্যরা চুরি করতেছে, আমাদের দু-একটা ছিটেফোঁটা থাকতে পারে; কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এখনো কেউ থেকে থাকেন, তাহলে তাদের বলবেন সাইড লাইনে চলে যাওয়ার জন্য। তারা যেন লিডারশিপের ধারে কাছে না আসেন।