বিএনপি নেতা আবদুস সালাম বলেছেন, মানুষ মনে করে বিএনপি হলো সৎ। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে। আমাদের দু-একটা ছিটেফোঁটা থাকতে পারে; কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের অনেকেই জানেন, তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে। কাদের টেলিফোন ধরেন না, বুঝে নিয়েন। আরো বলেন, বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। যে হাসিনা মাঝেমধ্যে বলে টুপ করে আইসা পড়বে। সে নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণেই বলি, ড. ইউনূস, আপনাকে এই ষড়যন্ত্রকে থামাতে হবে। নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া ষড়যন্ত্র থামানোর কোনো বিকল্প নেই।
মানুষ মনে করে বিএনপি হলো সৎ। বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে ১ নম্বর। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে: আবদুস সালাম