গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। এছাড়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তার সঙ্গে সম্পর্কিত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল।