গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। এছাড়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৮৮ ফিলিস্তিনি। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় প্রায় এক হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।