বিমানে চড়ার স্বপ্ন পূরণ জুলহাসের পরিবারের
আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের চারদিনের মাথায় আবারো আকাশে উড়লো বাংলাদেশের বিস্ময়কর বিমান উদ্ভাবক জুলহাস মোল্লার বিমানটি। রোববার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে উড়েছে জুলহাসের তৈরি বিমানটি। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।