Web Analytics

আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের চারদিনের মাথায় আবারো আকাশে উড়লো বিমান উদ্ভাবক জুলহাস মোল্লার বিমানটি। রোববার জাফরগঞ্জ যমুনার চরে উড়েছে জুলহাসের তৈরি বিমানটি। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফারুক বলেন, জুলহাসের বিমানটি তৈরিতে যে গবেষণা হয়েছে তা কিভাবে আরও উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে সবাই কাজ করব। এ সময় বিসিএল এভিয়েশনের আর ৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান জুলহাস। পাশাপাশি বিমানের বিষয়ে নানা পরামর্শ দেন তাকে। পরে বঙ্গ টিস নামের একটি সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান জুলহাসকে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!