চলছে জরিপ, মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ
প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করার কথা জানিয়েছে ইসি। আর এর মধ্যে দিয়ে কার্যত নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যারা নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন। বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন।