ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চললেও এরই মধ্যে বিএনপিতে মনোনয়ন দৌড় তুঙ্গে। শীর্ষ নেতাদের প্রার্থিতা নিশ্চিত হলেও অন্যদের নিয়ে চলছে জরিপ। বিশ্লেষকরা বলছেন, এবার নির্বাচন হবে প্রতিযোগিতামূলক ও ভোটার-কেন্দ্রিক। নেতৃত্ব, জনপ্রিয়তা ও সততা হবে মূল বিবেচ্য। ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দিতে চায় বিএনপি। মিত্র দলগুলোকেও আসন ছাড়ার চিন্তা আছে। প্রচারে বড় ভূমিকা রাখবে সামাজিক যোগাযোগমাধ্যম, ফলে প্রার্থীর গুণগত মান এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।