প্রায় দুই দশকের বামপন্থী আধিপত্যের পর বলিভিয়ায় ইতিহাসিক প্রেসিডেন্টিয়াল রানঅফ হতে যাচ্ছে। মধ্য-ডানপন্থী সিনেটর রদ্রিগো পাজ পেরেইরা ৩২.১% ভোট নিয়ে এগিয়ে আছেন, এরপর সাবেক প্রেসিডেন্ট হোর্হে ‘টুটো’ কিরোগা ২৬.৯% ভোট পেয়েছেন। এমএএসের প্রার্থী এডুয়ার্দো দেল কাস্তিয়ো মাত্র ৩.১৫% ভোট পেয়েছেন, তবুও দলীয় নিবন্ধন রক্ষা হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্যবসায়ী স্যামুয়েল দোরিয়া মেদিনা পেরেইরাকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এবার চূড়ান্ত লড়াই হবে দুই ডানপন্থী প্রার্থীর মধ্যে।