তদন্ত ছাড়া ভিসি-প্রোভিসির পদত্যাগে ন্যায়বিচারের পরাজয় হয়েছে
টানা দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন ও ৫৭ ঘণ্টা অনশনের পর অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি-প্রোভিসির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই সিদ্ধান্তের পরপরই বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।