সাইকেল ও ট্রাকের ফিউশনে হোন্ডার প্যাডেলচালিত গাড়ি
পুরনো নকশায় ফিউশন এনে বাজারে হালকা গড়নের গাড়ি আনতে চলেছে হোন্ডা। প্যাডেলচালিত এ গাড়িতে লাইসেন্সধারী চালকের প্রয়োজন পড়বে না। সাইকেল ও ট্রাকের সমন্বয়ে তৈরি এ ফাস্টপোর্ট ই-কোয়াড কোয়াড্রিসাইকেল শুরুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সড়কে চলাচল করবে। হোন্ডা আশা করছে, চার চাকার প্যাডেলচালিত গাড়িটি যানজটের সমস্যায় নাকাল ঘনবসতিপূর্ণ শহরগুলোয় কাজে লাগবে। এতে সহায়ক হিসেবে রয়েছে বিদ্যুচ্চালিত ব্যবস্থা। আমেরিকান হোন্ডা মোটরের বিজনেস ডেভেলপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিরোকাজু হারা জানান, খাদ্য, প্যাকেজ ও অন্যান্য সামগ্রী ডেলিভারির জন্য সবচেয়ে উপযুক্ত এ ই-কোয়াড।