Web Analytics

হোন্ডা পরিচয় করাচ্ছে ফাস্টপোর্ট ই-কোয়াড, চার চাকার প্যাডেলচালিত গাড়ি যা বিদ্যুৎ সহায়তায় চলবে এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো যানজটপূর্ণ শহরে ডেলিভারির কাজে ব্যবহৃত হবে। এই হালকা কোয়াড্রিসাইকেল সাইকেল বা স্কুটারের চেয়ে বেশি মালামাল বহন করতে পারে এবং ট্রাফিক সহজে পার হতে পারে। দুটি আকারে আসছে, বড় মডেল ২৯৫ কেজি পর্যন্ত বোঝা বহন করতে সক্ষম। হোন্ডার মার্কিন স্টার্টআপ ল্যাবে তৈরি এ গাড়ি, ওহাইওতে ছোট ব্যাচে উৎপাদন শুরু হচ্ছে, পুরো উৎপাদন আগামী গ্রীষ্মে।

Card image

Person of Interest

logo
No data found yet!