Web Analytics

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ‌‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। এক্সে তিনি লিখেছেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি ‌কোনো সামরিকঘাঁটি নয়, বরং একটি হাসপাতাল এবং এটিই ইসরাইলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র। হাসকেল বলেন, বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত। এদিকে আজও আল জাজিরা জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে ইসরাইল। এতে হতাহতের সংখ্যা শতাধিক।

Card image

নিউজ সোর্স

সোরোকা হাসপাতালে ইরানের হামলা ‘অপরাধের শামিল’: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ‌‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। খবর বিবিসির।