সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। এক্সে তিনি লিখেছেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি কোনো সামরিকঘাঁটি নয়, বরং একটি হাসপাতাল এবং এটিই ইসরাইলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র। হাসকেল বলেন, বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত। এদিকে আজও আল জাজিরা জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে ইসরাইল। এতে হতাহতের সংখ্যা শতাধিক।