আম নিয়ে এশিয়ায় যত কূটনীতি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো এক হাজার কেজির হাঁড়িভাঙা আমের বাক্স এ সপ্তাহেই দিল্লিতে সাত নম্বর লোককল্যাণ মার্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় পৌঁছেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সময়ের ‘তিক্ত’ দ্বিপাক্ষিক সম্পর্কে একটু ‘মিষ্টতার স্বাদ’ আনতেই যে এই আম উপহার, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অন্তত কোনো সন্দেহই নেই! খবর বিবিসি বাংলার।