বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় পৌঁছেছে ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো এক হাজার কেজি হাঁড়িভাঙা আম। ‘আম কূটনীতি’র এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, যা অনেক পর্যবেক্ষকের কাছেই ছিল অপ্রত্যাশিত। ঐতিহাসিকভাবে উপমহাদেশে আম কেবল একটি ফল নয়—এটি একাধারে কূটনীতির হাতিয়ার, রাজনীতির প্রতীক ও বহু রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু। দিল্লির সঙ্গে সম্পর্কের বরফ গলাতে ইউনূস সরকারের এই পদক্ষেপকে ভূরাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন কৌশলগত প্রয়াস হিসেবে।