আমরা সৌহার্দ-সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই
রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আমরা কোনোরকম বৈষম্য চাই না। পাহাড়-সমতলের সব মানুষের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এজন্য চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান। এখানে জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, ধর্ম, বর্ণের প্রতি কোনোরকম বিভেদ-বিভাজন রাখা যাবে না। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তারা।