রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, পাহাড়-সমতলের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে, কোনো জাতি-ধর্ম-বর্ণভিত্তিক বৈষম্য রাখা যাবে না। তারা বলেন, আগামীতে আমরা একটি সৌহার্দ-সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য মুজিববাদী সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে। পদযাত্রাকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করা হয় এবং ১১০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নেতারা পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান।