Web Analytics

বর্তমানে ৬৯টি প্রতীক থাকলেও তা বাড়িয়ে ১১৫ করতে ৪৬টি নতুন নির্বাচনী প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১৪৭টি নতুন দল নিবন্ধনের আবেদন করায় প্রতীকের চাহিদা বেড়েছে। ইসির সংশ্লিষ্ট কমিটি ১৫০টি প্রতীক প্রাথমিকভাবে বাছাই করলেও ১১৫টি চূড়ান্ত করে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় চাইলে প্রতীক বাতিল বা সংযোজনের সুপারিশ করতে পারে। প্রস্তাবিত বিধিমালা সংশোধনে “শাপলা” প্রতীকটি রাখা হয়নি।

11 Jul 25 1NOJOR.COM

আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য ৪৬টি নতুন নির্বাচনী প্রতীক পাঠাল ইসি

নিউজ সোর্স

ভেটিংয়ের জন্য ৪৬ প্রতীক আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ দিতে আরো ৪৬টি প্রতীক বাছাই করে নিয়েছে নির্বাচন কমিশন। এসব প্রতীকের আইনি প্রক্রিয়া (ভেটিং) সম্পন্নের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত হলে ইসির প্রতীক সংখ্যা দাঁড়াবে ১১৫। গতকাল ইসির সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা যায়।