বর্তমানে ৬৯টি প্রতীক থাকলেও তা বাড়িয়ে ১১৫ করতে ৪৬টি নতুন নির্বাচনী প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১৪৭টি নতুন দল নিবন্ধনের আবেদন করায় প্রতীকের চাহিদা বেড়েছে। ইসির সংশ্লিষ্ট কমিটি ১৫০টি প্রতীক প্রাথমিকভাবে বাছাই করলেও ১১৫টি চূড়ান্ত করে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় চাইলে প্রতীক বাতিল বা সংযোজনের সুপারিশ করতে পারে। প্রস্তাবিত বিধিমালা সংশোধনে “শাপলা” প্রতীকটি রাখা হয়নি।