Web Analytics

কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে কমলাপুরের উটের খামার সংলগ্ন একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুজ্জাহের ভুইঁয়া আনাস। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রেদোয়ান। অভিযোগপত্রে তিনি হামলাকারী হিসেবে আলী হোসেন, মামুন আহমেদ, শাহীন আহমেদের নাম উল্লেখ করেন। জানা গেছে, রেদোয়ানুল এবং আনাসকে রড ও লাঠি দিয়ে মারধর করে। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওসি মেজবাহ উদ্দিন জানান, হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।