কোকা-কোলার সঙ্গে টক্কর দিয়ে পেরুতে যেভাবে ঘটল ইনকা কোলার উত্থান
বিশ্বের খুব কম দেশই আছে যেখানে কোকা-কোলা সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় নয়। পেরু সেই দুর্লভ দেশগুলোর একটি। সেখানে কোকা-কোলার জায়গা ধরে রেখেছে প্রায় ১০০ বছরের পুরনো একটি স্থানীয় পানীয়— ইনকা কোলা। সোনালি-হলুদ রংয়ের এই সোডা পানীয়টি পেরুর জাতিগত গর্ব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত।