Web Analytics

দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার অস্থায়ী পশুর হাটে গরু ব্যবসায়ী হান্নানকে ইজারাদারের নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মারধর করে গুরুতর আহত করে। গরু নিয়ে হাট ছাড়ার চেষ্টা করলে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ইন্সপেক্টর মোশারফ হোসেনকে মারধর করে। ইজারাদার বলেন, ভুল বোঝাবুঝি থেকে ঘটনা ঘটেছে এবং তা তাৎক্ষণিক মীমাংসা হয়েছে। আহত ব্যবসায়ীর চিকিৎসার ব্যবস্থাও করা হয়। পুলিশ জানায়, পরে উভয়পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলে।

Card image

নিউজ সোর্স

কেরানীগঞ্জে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে গরু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে মোল্লা বাজার অস্থায়ী পশুর হাটে ইজারাদারের লোকজনের নেতৃত্বে মো. হান্নান (৪০) নামে এক গরু ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। গরু ব্যবসায়ীকে রক্ষা করতে গিয়ে দায়িত্বরত একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।