দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার অস্থায়ী পশুর হাটে গরু ব্যবসায়ী হান্নানকে ইজারাদারের নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মারধর করে গুরুতর আহত করে। গরু নিয়ে হাট ছাড়ার চেষ্টা করলে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ইন্সপেক্টর মোশারফ হোসেনকে মারধর করে। ইজারাদার বলেন, ভুল বোঝাবুঝি থেকে ঘটনা ঘটেছে এবং তা তাৎক্ষণিক মীমাংসা হয়েছে। আহত ব্যবসায়ীর চিকিৎসার ব্যবস্থাও করা হয়। পুলিশ জানায়, পরে উভয়পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলে।