চট্টগ্রাম কাস্টম হাউসে একযোগে ২৯ এসি-ডিসি বদলি
চট্টগ্রাম কাস্টম হাউসে একযোগে ২৯ জন এসি (সহকারী কমিশনার) ও ডিসিকে (উপ-কমিশনার) বদলি করা হয়েছে। গত মঙ্গলবার এ বদলি আদেশ জারি হলেও গতকাল বৃহস্পতিবারের মধ্যে (১৪ আগস্ট) কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে উপ- কমিশনারদের। একইভাবে আগামী ২১ আগস্টের মধ্যে সহকারি কমিশনারদের কর্মস্থল ত্যাগ করতে বলা হয়। নয়তো স্বয়ংক্রিয়ভাবেই তাদের নিজ নিজ কর্মস্থলে অবুমক্ত ধরা হবে বলে আদেশে বলা হয়।