জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চট্টগ্রাম কাস্টম হাউস থেকে নজিরবিহীনভাবে ২৯ জন সহকারী ও উপ-কমিশনারকে বদলি করেছে। সাম্প্রতিক কর্মবিরতি ও শাটডাউনে বাণিজ্য ব্যাহত ও বড় ধরনের ক্ষতির পর এ সিদ্ধান্ত হয়। উপ-কমিশনারদের ১৪ আগস্টের মধ্যে, সহকারী কমিশনারদের ২১ আগস্টের মধ্যে পদ ছাড়তে হবে। একই অভিযোগে কমিশনারকেও চাকরিচ্যুত করা হয়। কর্মকর্তারা বলছেন, এই গণবদল শুরুতে কাজ ধীর করতে পারে, তবে নতুন কর্মকর্তারা দ্রুত যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।