রাজার সনদ বাতিলসহ ৮ দাবিতে বান্দরবানে হরতালের ডাক
‘বান্দরবান বোমাং রাজার কার্যালয়, ২০০ টাকার রাজার সনদ ৩০ হাজার’ শিরোনামে দৈনিক যুগান্তর-এ গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন ঘিরে বান্দরবানে তীব্র জনমত সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় রাজার সনদ বাতিলসহ আট দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিসিপি) ও বান্দরবানের সর্বস্তরের নাগরিকরা।