Web Analytics

‘রাজার সনদ’ বিক্রির অভিযোগে দৈনিক যুগান্তর-এ প্রকাশিত প্রতিবেদনের পর বান্দরবানে তীব্র জনঅসন্তোষের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিসিপি) ও স্থানীয় নাগরিকরা ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। রাজার সনদ বাতিলসহ আট দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ৯ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে পিসিসিপি চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, তিন পার্বত্য জেলায় জমি কেনা, চাকরি পাওয়া বা ভর্তি হতে রাজার সনদ লাগা স্বাধীন বাংলাদেশের জন্য বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী। তিনি পার্বত্য অঞ্চলে একক প্রশাসনিক ব্যবস্থা চালুর দাবি জানান, যাতে বৈষম্য ও দ্বৈত আইন দূর হয়। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা দীর্ঘদিনের বৈষম্য ও জমির অধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।