আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত
আজারবাইজান থেকে তুরস্কগামী একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান মঙ্গলবার জর্জিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা জীবিত উদ্ধারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।