Web Analytics

আজারবাইজান থেকে তুরস্কগামী একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান মঙ্গলবার আজারবাইজান-জর্জিয়া সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানে ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন, তবে এখনো কোনো হতাহত বা জীবিত উদ্ধারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর আজারবাইজান ও জর্জিয়ার কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গভীর শোক প্রকাশ করে জানান, ধ্বংসাবশেষে পৌঁছানোর কাজ চলছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও যোগাযোগ দপ্তরের প্রধান জর্জিয়ার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও প্রধানমন্ত্রী আলি আসাদভ তুরস্ককে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার অভিযানে সহায়তা দিচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।