Web Analytics

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ফ্যাসিবাদবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। কেন্দ্রীয় নেতা ডা. জালাল উদ্দিনের অনুসারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, যা পুলিশের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। তবে হঠাৎ ৩০-৪০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

10 Jun 25 1NOJOR.COM

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির মিছিলে আকস্মিক হামলায় আহত ১০

নিউজ সোর্স

চাঁদপুরে বিএনপির মিছিলে সন্ত্রাসী হামলায় আহত ১০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার নিশ্চিন্তপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।